অধ্যায় ১
৪১. কর্মসংস্থানের সাইট হলো—
i. www.upwork.com
ii. www.freelancer.com
iii. www.elance.com
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. আউটসোর্সিং প্রতিষ্ঠানের নাম—
i. ফ্রিল্যান্সার
ii. আপওয়ার্ক
iii. ইল্যান্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. ঘরে বসে আয় করা যায়—
i. আউটসোর্সিংয়ের সাহায্যে
ii. বেশি বেশি বই পড়ে
iii. ওয়েবসাইট তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশির ভাগ সময় কিসের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. ল্যান্ডফোন
৪৫. ‘আমি তোমায় যত শুনিয়েছিলাম গান’—এই গানের গায়ক কে?
ক. অজয় মল্লিক খ. পঙ্কজ মল্লিক
গ. পঙ্কজ উদাস ঘ. পল্লব মল্লিক
৪৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা কী?
ক. কাজের ক্ষেত্র তৈরি
খ. বেকারত্ব বৃদ্ধি
গ. দারিদ্র্য কমানো
ঘ. লোকের অভাব
৪৭. ICT-এর পূর্ণরূপ কী?
ক. Information and Communication Technology
খ. Important and Communication Technology
গ. Information and Commercial Text
ঘ. Indext Computer Technology
৪৮. যোগাযোগ করার পদ্ধতি সাধারণত কয় ধরনের?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪৯. দিন দিন অনলাইন পত্রিকার সংখ্যা—
ক. কমে যাচ্ছে খ. বৃদ্ধি পাচ্ছে
গ. একই রয়েছে ঘ. হুমকির মুখে
৫০. খবরের কাগজ ও ম্যাগাজিন যোগাযোগের কোন পদ্ধতি?
ক. ব্রডকাস্ট খ. ইউনিকাস্ট
গ. মাল্টিকাস্ট ঘ. সুপারকাস্ট
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.ঘ ৪২.ঘ ৪৩.খ ৪৪.ক ৪৫.খ ৪৬.ক ৪৭.ক ৪৮.ক ৪৯.খ ৫০.ক
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা