পঞ্চম শ্রেণি - বাংলা | ফুটবল খেলোয়াড় - শব্দগুলোর অর্থ লেখো

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ফুটবল খেলোয়াড়

ক্ষত, পটি, মালিশ, ড্রিবলিং, বজ্র, কোলাহলকল, মহাকলরব

উত্তর:

প্রদত্ত শব্দ —---- শব্দের অর্থ

ক্ষত —---- শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান।

পটি —---- কাপড়ের লম্বা টুকরা।

মালিশ —---- যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয়।

ড্রিবলিং —---- ফুটবল খেলার একটা কৌশল। পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া।

বজ্র —---- ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া।

কোলাহলকল —---- কোলাহল হলো অনেক মানুষের শোরগোল, আর ‘কল’ বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ। খেলায় একসাথে ‘গোল-গোল’ বলে চিত্কার করাকে ‘কোলাহলকল’ বলে।

মহাকলরব —---- ভীষণ চিত্কার, চেঁচামেচি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা