নদী ও ভূমিকম্প বিষয়ে প্রশ্নোত্তর, ভূগোল ১ম পত্র, অধ্যায় ৩

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ জাপানের টোকিওর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি রাস্তার চিত্রছবি: স্কাই নিউজ/এপি

অধ্যায় ৩

৪১. রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত?

ক. ৬ খ. ৮

গ. ৯ ঘ. ১০

৪২. কার্বনেশন প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক?

ক. CaSO4+H2O = 2Ca2SO4.2H2O

খ. CaSO3+H2O =CaHCO3

গ. CO2+ H2O = H2CO3

ঘ. H2O = H++ OH+

৪৩. নদীর গতিপথের নিম্নগতিতে কী দেখা যায়?

ক. জলপ্রপাত খ. বদ্বীপ

গ. র৵াপিড ঘ. কাসকেইড

নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মহাসেন ১৬ মে ২০১৩ সালে পটুয়াখালী জেলার খেপুপাড়ায় আঘাত হানার মাধ্যমে উপকূল অতিক্রম করে। এরপর তা ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরিয়ে মেঘনা মোহনা দিয়ে স্থলভাগ অতিক্রম করে।

৪৪. উদ্দীপকের দুর্যোগটি কী ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগ?

ক. টর্নেডো খ. কালবৈশাখী

গ. ঘূর্ণিঝড় ঘ. টাইফুন

৪৫. উক্ত মহাসেনের প্রভাব উপকূলীয় অঞ্চলে দেখা যায়—

i. প্রাণহানি

ii. অবকাঠামো বিনষ্ট

iii. লবণাক্ত পানির প্রবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকের আলোকে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৪৬. চিত্র দুটি নদীর কোন অবস্থায় দেখা যায়?

ক. পার্বত্য খ. সমভূমি

গ. শেষ ঘ. মধ্য

৪৭. A ও B নম্বর চিত্রের ভূমিরূপ গঠিত হয় নদীর—

i. ক্ষয়কার্যের ফলে

ii. পার্বত্য অবস্থায়

iii. সঞ্চয়কার্যের ফলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. কত সালের ভূমিকম্পে পুরাতন ব্রহ্মপুত্র নদের গতিপথের পরিবর্তন হয়?

ক. ১৬৮৭ সালে খ. ১৭৮৭ সালে

গ. ১৮৮৭ সালে ঘ. ১৮৯০ সালে

৪৯. পৃথিবীর ওপর কয়টি বল কার্যরত রয়েছে?

ক. ২টি খ. ৫টি

গ. ৭টি ঘ. ৯টি

৫০. বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্দেশক নদী কোনটি?

ক. কর্ণফুলী খ. হালদা

গ. মেঘনা ঘ. নাফ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১.ঘ ৪২.গ ৪৩.খ ৪৪.গ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.ক ৪৮.খ ৪৯.ক ৫০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)