ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

১. নতুন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম কী?

ক. সামাজিকীকরণ খ. আধুনিকীকরণ

গ. অভিযোজন ঘ. আত্মীকরণ

২. কোনটির মাধ্যমে ব্যক্তি সামাজিক জীব হিসেবে পরিচিতি লাভ করে?

ক. শিক্ষা খ. সামাজিকীকরণ

গ. নৈতিকতা ঘ. মূল্যবোধ

৩. যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাকে কী বলে?

ক. অভিযোজন খ. সামাজিকীকরণ

গ. আধুনিকীকরণ ঘ. আত্মীয়করণ

৪. জন্মের পর শিশু কয়টি অভাব অনুভব করে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৫. জন্মের পর কে শিশুর অনুকরণীয় আদর্শে পরিণত হয়?

ক. মা খ. বাবা

গ. ভাই ঘ. বোন

৬. সামাজিকীকরণ শিশুকে সাহায্য করে—

i. যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে

ii. সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হতে

iii. সুন্দরভাবে বিকশিত হতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. শিশুর সুষ্ঠু সামাজিকীরণে কী প্রয়োজন?

ক. সুন্দর পারিবারিক পরিবেশ

খ. সুষ্ঠু সামাজিক পরিবেশ

গ. স্থিতিশীল রাজনৈতিক অবস্থা

ঘ. অর্থনৈতিক উন্নয়ন

৮. কোন পরিবেশে শিশুর চারিত্রিক গুণাবলি বিকশিত হয়?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. সাংস্কৃতিক ঘ. পারিবারিক

৯. শিশু খেলা ও পড়ার সঙ্গীদের সঙ্গে মেলামেশা করে কোন গুণটি অর্জন করতে পারে?

ক. নেতৃত্ব খ. নিমানুবর্তিতা

গ. শৃঙ্খলাবোধ গ. দায়িত্ববোধ

১০. প্যাগোডা কোন সম্প্রদায়ের লোকদের নানাভাবে প্রভাবিত করে?

ক. মুসলিম খ. হিন্দু

গ. বৌদ্ধ ঘ. খ্রিস্টান

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১.ক ২.খ ৩.খ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.ক ৮.ঘ ৯.ক ১০.গ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা