ভূগোল ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৪১. উৎসভূমি থেকে অন্য দেশে গমন করাকে কী বলে?

ক. আগমন খ. গমন

গ. বহিরাগমন ঘ. বহির্গমন

৪২. বান্দরবান কোন জনবসতি অঞ্চলের অন্তর্গত?

ক. নিবিড় অঞ্চলের খ. নাতিনিবিড় অঞ্চলের

গ. নাতিবিরল অঞ্চলের ঘ. অতিবিরল অঞ্চলের

৪৩. উত্তরাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম কেন?

ক. শিক্ষার কারণে

খ. উর্বর মৃত্তিকার জন্য

গ. শিল্পপ্রতিষ্ঠান কম বলে

ঘ. পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে

৪৪. কোনো বছরে জন্মগ্রহণকারী শিশুর মোট সংখ্যা ওই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা × ১০০০; ওপরের সূত্রটি দ্বারা নিচের কোনটি নির্নয় করা যায়?

ক. স্থূল প্রজনন হার খ. নিট প্রজনন হার

গ. মোট জন্মহার ঘ. স্থূল জন্মহার

৪৫. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?

ক. ০.৯৪ খ. ১.৩৭

গ. ১.৪৮ ঘ. ২.১৭

৪৬. জনমিতিক ট্রানজিশনাল মডেলের শিল্প ধাপে কী ঘটে?

ক. কৃষিবিপ্লব খ. অর্থনৈতিক উন্নয়ন

গ. জন্মহার বৃদ্ধি ঘ. মৃত্যুহার বৃদ্ধি

৪৭. প্রতি একক বর্গ এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যাকে কী বলে?

ক. জনসংখ্যা বৃদ্ধি খ. জনসংখ্যার সমতা

গ. জনসংখ্যার ঘনত্ব ঘ. জনসংখ্যার হ্রাস

নিচের চিত্রটি লক্ষ করে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৪৮. উদ্দীপকে চিহ্নিত কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?

ক. A খ. B

গ. C ঘ. D

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মানুষ কোনো না কোনো এলাকায় বসবাস করে থাকে। মানুষ একটি দেশের সম্পদ হতে পারে। আবার সমস্যাও সৃষ্টি করতে পারে। জনসংখ্যার দ্রুত বৃদ্ধির নানা রকম প্রভাব দেখা যায়।

৪৯. ওই দেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব পড়বে—

i. বাসস্থানে

ii. আবাদি জমিতে

iii. সংস্কৃতিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব পড়বে—

i. বাসস্থানের ক্ষেত্রে

ii. শিক্ষা লাভের সুবিধার ক্ষেত্রে

iii. আবাদি জমির ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.ঘ ৪২.ঘ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.খ ৪৬.খ ৪৭.গ ৪৮.ঘ ৪৯.ক ৫০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা