নিচের প্রশ্নগুলো পড়
You can interview your friend/relatives/neighbor to know about their favorite pastime. The following questions will help you.
1. May I know your name, please?
2. What do you do?
3. Where do you live?
4. How much free time do you usually have?
5. What do you like to do with your free time?
6. Why do you like it?
7. Do you spend money on it?
8. Do you need any help doing it? If yes, who does help you?
9. Is it environmentally friendly?
10. Do your family members like it?
11. Who inspires you to do the work?
তুমি, তোমার বন্ধু/আত্মীয়/প্রতিবেশীর পছন্দের বিনোদন সম্পর্কে জানতে সাক্ষাৎকার নিতে পারো। নিচের প্রশ্নগুলো তোমাকে সাহায্য করবে।
প্রশ্নগুলোর বাংলা অনুবাদ জেনে নাও:
১. আমি কি দয়া করে আপনার নাম জানতে পারি?
২. আপনি কী করেন?
৩. আপনি কোথায় থাকেন?
৪. আপনি সাধারণত কতটা অবসর সময় পান?
৫. আপনি অবসর সময়ে কী করতে পছন্দ করেন?
৬. কেন আপনি এটা পছন্দ করেন?
৭. আপনি কি এটিতে অর্থ ব্যয় করেন?
৮. এটা করতে আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন হয়? যদি হ্যাঁ হয়, সেক্ষেত্রে কে সাহায্য করেন?
৯. এটা কি পরিবেশবান্ধব?
১০. আপনার পরিবারের সদস্যরা কি এটা পছন্দ করেন?
১১. কে আপনাকে এ কাজ করতে অনুপ্রাণিত করেন?
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা