অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. সিস্টেম সফটওয়্যারের মূল কাজ কী?

ক. কম্পিউটারের হার্ডওয়্যারসমূহ যথাযথভাবে ব্যবহারের পরিবেশ বজায় রাখা

খ. কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে মিল না রাখা

গ. কম্পিউটারের সফটওয়্যারকে প্রাধান্য না দেওয়া

ঘ. কম্পিউটারের হার্ডওয়্যারসমূহকে অগ্রাহ্য করা

১২. সিস্টেম সফটওয়্যার কোনটি?

ক. এমএস ওয়ার্ড খ. উইন্ডোজ

গ. এমএস এক্সেল ঘ. এমএস অ্যাকসেস

১৩. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী করে?

ক. হার্ডওয়্যারকে ঠিক রাখে

খ. কোনো বিশেষ কাজ সম্পন্ন করে

গ. অপারেটিং সিস্টেম

ঘ. উইন্ডোজ

১৪. অফিস ব্যবস্থাপনা সফটওয়্যারের নাম—

i. মাইক্রোসফট অফিস

ii. লিবরা অফিস

iii. ওপেন অফিস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. ডেটাবেইস সফটওয়্যার—

i. Oracle

ii. MySQL

iii. MS-Access

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

১৬. ব্রাউজার সফটওয়্যার হলো—

i. মজিলা ফায়ারফক্স

ii. গুগলক্রোম

iii. ইয়াহু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. যখনই কোনো সফটওয়্যার কাজ করে, তখন কিছু অংশ কম্পিউটারের কোথায় অবস্থান নেয়?

ক. সহায়ক মেমোরিতে

খ. ফ্লপি ডিস্কে

গ. প্রধান মেমোরিতে

ঘ. হার্ডডিস্কে

১৮. যখন কোনো সফটওয়্যার কাজ করে তখন কিছু অংশ—

i. কম্পিউটারের প্রধান মেমোরিতে অবস্থান নেয়

ii. অপারেটিং সিস্টেমের সহায়তায় অন্য কার্যাবলি সম্পন্ন করে

iii. সিস্টেম অলস বসে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. যে প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর, সে সফটওয়্যারকে কী বলে?

ক. মেলিসিস খ. মেলিসিয়াস

গ. মেলামাইন ঘ. মেলিসিয়ান

২০. মেলিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে কী বলে?

ক. ম্যালেলিয়ার খ. ম্যাক্রো

গ. মাইক্রো ঘ. ম্যালওয়্যার

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ক ১২.খ ১৩.খ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন