সমার্থক শব্দ

৪৬। আকাশ: গগন, আসমান।

৪৭। জগৎ: পৃথিবী, বিশ্ব।

৪৮। মরণ: মৃত্যু, ইন্তেকাল।

৪৯। ইঙ্গিত: সংকেত, ইশারা।

৫০। সিন্ধু: সাগর, জলরাশি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ সমার্থক শব্দ (৪১-৪৫)