সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা ৭ - গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার (পর্ব - ২)

সপ্তম শ্রেণির পড়াশোনা

গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার

হ্যান্ডবুক

কোনো সমস্যা সমাধানের জন্য যদি কয়েক পৃষ্ঠার মধ্যে একটি নোট দেওয়া হয়, তাহলে ছোট এই নোটকে হ্যান্ডবুক বলে। তা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে কোনো সভা, মিটিং বা সেমিনারে যোগদান করতে আমরা হ্যান্ডবুক ব্যবহার করে থাকি।

ইনফোগ্রাফ

কিছু বিশেষ সত্য তথ্যের সঙ্গে মিল রেখে চিত্র দ্বারা উপস্থাপন করাকে তথ্যচিত্র বা ইনফোগ্রাফ বলে। এ ধরনের তথ্যচিত্রে শিক্ষামূলক, স্বাস্থ্যসংক্রান্ত, ইতিহাসসম্পর্কিত তথ্য, কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো তথ্য ইত্যাদি সবার সামনে তুলে ধরা হয়।

জন্মনিবন্ধন

যে নিবন্ধনের মাধ্যমে একটি শিশু জন্মের পর রাষ্ট্র থেকে নাগরিক হিসেবে স্বীকৃতিস্বরূপ সনদপ্রাপ্ত হয়, সেটিই জন্ম নিবন্ধন। জন্মনিবন্ধন সনদের মধ্যে কারও জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, অভিভাবকের তথ্য ইত্যাদি উল্লেখ করা থাকে। জন্মনিবন্ধন সনদের মাধ্যমে পরবর্তীকালে তার অন্যান্য নিবন্ধনও সম্পন্ন হয়।

আরও পড়ুন

প্রতিবেদন

নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় সঠিক তথ্য ও সন্ধান হলো প্রতিবেদন। যেমন সংবাদ প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন ইত্যাদি।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন