সংক্ষেপে জেনে রাখি - চর্যাপদ, হিমোগ্লোবিন, গ্রিনহাউস ইফেক্ট, প্রাচীন বাংলার জনপদ

চর্যাপদ

বাঙালির প্রথম সাহিত্যকর্ম হলো চর্যাপদ। নেপালের রাজদরবার থেকে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম এগুলো আবিষ্কার করেন। ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্​ চর্যাপদের কাল নির্ণয় করেন। প্রায় ১২০০ বছর আগে বৌদ্ধসাধকেরা এগুলো লিখেছেন। বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা, কাহ্নপা প্রমুখ।

হিমোগ্লোবিন

হিমোগ্লোবিন হলো একধরনের রঞ্জক প্রোটিন পদার্থ। এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন। রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয়। একজন সুস্থ মানুষের দেহে প্রতি ১০০ মিলি রক্তে গড়ে ১৫–১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে।

গ্রিনহাউস ইফেক্ট

গ্রিনহাউস ইফেক্ট কথাটি প্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রিনহাউস ইফেক্ট বলে। এ তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে পৃথিবী পৃষ্ঠে যে প্রভাব পড়ে তাই গ্রিনহাউস ইফেক্ট।

প্রাচীন বাংলার জনপদ

প্রাচীন বাংলার অঞ্চলগুলো কয়েকটি জনপদে বিভক্ত ছিল। এ জনপদগুলোর মধ্যে সুপরিচিত হলো গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র ও চন্দ্রদীপ। এ ছাড়া দণ্ডভুক্তি, তাম্রলিপ্ত, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ় প্রভৃতি প্রাচীন বাংলার উল্লেখযোগ্য জনপদ ছিল।

আরও পড়ুন