অধ্যায় ২
১১. বেগের পরিবর্তন হবে—
i. কেবল মানের পরিবর্তনে
ii. কেবল দিকের পরিবর্তনে
iii. মান ও দিক উভয়ের পরিবর্তনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২. একমুখী রৈখিক গতির ক্ষেত্রে—
i. সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান
ii. সরণের মান অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা কম
iii. বেগের মান ও দ্রুতি সমান হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. দ্রুতি ও বেগের ক্ষেত্রে—
i. সমবেগ হলে সমদ্রুতি হতেই হবে
ii. সমদ্রুতি হলে সমবেগ হতেই হবে
iii. সমবেগ বা সমদ্রুতির মধ্যে কোনো সম্পর্ক নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও।
একটি সুতা দিয়ে ছোট একটি পাথরকে বেঁধে সেটাকে মাথার ওপর দিয়ে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে।
১৪. এ ক্ষেত্রে পাথরটি—
i. সমদ্রুতিতে যাচ্ছে
ii. সমবেগে যাচ্ছে
iii. প্রতিমুহূর্তে পাথরটির গতির দিক পাল্টে যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. পাথরটি হঠাৎ ছেড়ে দিলে এটি মুহূর্তকালের জন্য—
i. সমবেগে ছুটে যাবে
ii. সমদ্রুতিতে ছুটে যাবে
iii. সরলরৈখিক গতিপ্রাপ্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. পৃথিবী থেকে যত ওপরে ওঠা যায়, g এর মানের কীরূপ পরিবর্তন ঘটে?
ক. কমতে থাকে
খ. বাড়তে থাকে
গ. প্রথমে কমে পরে বাড়ে
ঘ. প্রথমে বাড়ে পরে কমে
১৭. অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কোনটি?
ক. 9.80665 ms-2
খ. 9.80765 ms-2
গ. 9.80865 ms-2
ঘ. 9.80965 ms-2
১৮. ভূপৃষ্ঠের কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন?
ক. ক্রান্তীয় অঞ্চলে
খ. বিষুবরেখায়
গ. মেরু অঞ্চলে
ঘ. অমেরু অঞ্চলে
১৯. ভূপৃষ্ঠের কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ?
ক. ক্রান্তীয় অঞ্চলে
খ. বিষুবরেখায়
গ. মেরু অঞ্চলে
ঘ. অমেরু অঞ্চলে
২০. ভূপৃষ্ঠে কত অক্ষাংশে সমুদ্র সমতলে g –এর মানকে আদর্শ ধরা হয়?
ক. 25° খ. 35°
গ. 45° ঘ. 55°
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা