পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর (৩-৪)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো

৩। প্রশ্ন: জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো।

উত্তর: জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থা হচ্ছে–

১. ইউনিসেফ ২. ইউনেসকো

৩. ইউএনডিপি ৪. বিশ্বব্যাংক

৪। প্রশ্ন: জাতিসংঘ কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সদস্য দেশগুলোর উন্নয়নে কী কাজ করে?

উত্তর: বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর গঠিত হয় জাতিসংঘ।

জাতিসংঘ একটি আন্তর্জাতিক তথা বিশ্ব প্রতিষ্ঠান। বিশ্বের যেকোনো স্বাধীন রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমানে এর সদস্য ১৯৩। জাতিসংঘ কিছু মহৎ উদ্দেশ অর্জনের লক্ষ্যে গঠিত হয়েছে। উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য জাতিসংঘ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এর ছয়টি শাখা আছে। এগুলোর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ উল্লেখযোগ্য। এ পরিষদের কাজ হলো বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এ লক্ষ্যে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বেকার সমস্যার সমাধান, নিরক্ষরতা ও দারিদ্র্য দূরীকরণ, শিশু অধিকার ও মানবাধিকার সংরক্ষণ, নারী সমাজের উন্নয়ন ইত্যাদি এ পরিষদের অন্যতম কাজ।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

◀ প্রশ্নোত্তর (১-২)