পঞ্চম শ্রেণি - বাংলা | মোবাইল ফোন - রচনা (৩)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মোবাইল ফোন

ভুমিকা

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন। আধুনিক সভ্যতার বিকাশের সঙ্গে এটি আমাদের জীবনে বিরাট প্রভাব ফেলেছে। এখন প্রায় প্রতিটি পরিবারেই মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে।

আবিষ্কার

মোবাইল ফোন বর্তমান বিশ্বের এক বিস্ময়কর আবিষ্কার। আমেরিকার বিজ্ঞানী মার্টিন কুপার সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। তিনি ১৯৭৩ সালে মটোরোলা কোম্পানিতে চাকরি

করা অবস্থায় তারবিহীন এ ফোন আবিষ্কার করেন এবং প্রথম এর মাধ্যমে কথা বলেন। এই ফোন সহজে যেকোনো স্থানে বহন করা ও ব্যবহার করা যায় বলে এর নাম মোবাইল ফোন করা হয়েছে।

উপকারিতা

মোবাইল ফোন বর্তমান সময়ের সবচেয়ে উপকারী একটি বস্তু। এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানে সহজেই যোগাযোগ করা যায়। আগে যেখানে দূরের আত্মীয়-স্বজন বা মানুষের সঙ্গে যোগাযোগ করতে চিঠি লিখতে হতো এখন আর তার দরকার হয় না। এখন কম খরচে মুহূর্তেই দূরের মানুষের সঙ্গে কথা বলা যায়। তাই মোবাইল ফোন সময় ও অর্থ দুটোই বাঁচিয়ে দিয়েছে।

অপকারিতা

মোবাইল ফোনের উপকারিতার সঙ্গে এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। মোবাইল ফোন দিয়ে কেউ কেউ অন্যকে ভয় দেখায় ও হুমকি দিয়ে থাকে। এছাড়া অনেকে মোবাইলে কম কলরেটে সারারাত বন্ধুর সঙ্গে গল্প করে রাত জেগে স্বাস্থ্যের যেমন ক্ষতি করে তেমনি অর্থেরও অপচয় করে।

উপসংহার

আধুনিক বিজ্ঞানের কল্যাণে মোবাইল ফোনের মতো গুরুত্বপূর্ণ একটি যন্ত্র আমরা হাতে পেয়েছি। এর ফলে আমাদের দৈনন্দিন কাজগুলো যেমন সহজ হয়েছে তেমনি অর্থও কম খরচ হচ্ছে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ ময়নামতি - রচনা (২)