সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

২১. ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?

ক. ০° খ. ৩২°

গ. ১০০° ঘ. ২১২°

২২. কত ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই হয়?

ক. –৪০° খ. ৪০°

গ. ৬০° ঘ. ৭০°

২৩. মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত?

ক. ২৪° সে. খ. ৩৬.৪° সে.

গ. ৩৬.৯° সে. ঘ. ৩৮° সে.

২৪. থার্মোমিটার ব্যবহৃত হয়—

i. আবহাওয়া অধিদপ্তরে

ii. মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপে

iii. শিল্পকারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. সেলসিয়াস স্কেলের—

i. নিম্ন স্থিরাঙ্ক ০ ডিগ্রি

ii. মধ্যবর্তী ব্যবধানকে ১০০ ভাগে ভাগ করা হয়েছে

iii. ঊর্ধ্ব স্থিরাঙ্ক ১৮০ ডিগ্রি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. ফারেনহাইট স্কেলের—

i. মধ্যবর্তী ব্যবধানকে ১০০ ভাগ করা হয়েছে

ii. মধ্যবর্তী ব্যবধানকে ১৮০ ভাগ করা হয়েছ

iii. ঊর্ধ্ব স্থিরাঙ্ক ২১২ ডিগ্রি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. তাপে কোন প্রকার পদার্থের প্রসারণ অতি সামান্য?

ক. কঠিন খ. তরল

গ. গ্যাসীয় ঘ. বায়বীয়

২৮. নিচের কোনটি তাপ প্রয়োগে সবচেয়ে কম প্রসারিত হবে?

ক. অ্যালুমিনিয়াম খ. কাঠ

গ. তামা ঘ. রূপা

২৯. কোন ধরনের পদার্থের প্রসারণ হতে থার্মোমিটার তৈরি করা হয়েছে?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. গ্যাসীয়

৩০. গ্যাসীয় পদার্থের প্রসারণকে কোন কাজে লাগানো যায়?

ক. ইঞ্জিন চালনায়

খ. চাকায় বেড় পরাতে

গ. ঘর ঠান্ডা রাখতে

ঘ. রুটি ফোলাতে

সঠিক উত্তর

অধ্যায় ৯: ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)