অধ্যায় ২
৫১. কখন মানবিক কারণে নাগরিকতা দেওয়া হয়?
ক. রাষ্ট্রে জনসংখ্যা কম হলে
খ. রাষ্ট্রে সম্পদ বেশি হলে
গ. রাষ্ট্রে আশ্রয় চাওয়া হলে
ঘ. সেনাবাহিনীতে যোগদান করলে
৫২ দ্বৈত নাগরিকত্ব নীতি কোন দেশে অনুসরণ করা হয়?
ক. বাংলাদেশে খ. মার্কিন যুক্তরাষ্ট্রে
গ. ভারতে ঘ. রাশিয়ায়
৫৩. সুনাগরিকের গুণ কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৫৪. রাষ্ট্রের সম্পদ কোনটি?
ক. সাধারণ মানুষ খ. শ্রমিক
গ. বিদেশি ঘ. সুনাগরিক
৫৫. কোন নাগরিক রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ?
ক. বুদ্ধিমান খ. বিবেকবান
গ. আত্মসংযমী ঘ. সৎ
৫৬. সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া নাগরিকের কোন ধরনের গুণ?
ক. বিবেক খ. বুদ্ধি
গ. ধৈর্য ঘ. আত্মসংযম
৫৭. আত্মসংযম বলতে বোঝায়—
ক. অধিক সম্পদ অর্জন করা
খ. যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা
গ. যেকোনো সমস্যা সমাধান করা
ঘ. পারিবারিক কল্যাণে অধিক মনোযোগী হওয়া
৫৮. মর্যাদাসম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের কী?
ক. অভিশাপ খ. আশীর্বাদ
গ. সম্পত্তি ঘ. সম্পদ
৫৯. কাদের রাষ্ট্রের সম্পদ বলা হয়?
ক. শহরের অধিবাসী
খ. নিরক্ষর লোক
গ. বিদেশি
ঘ. সুনাগরিক
৬০. কোন নাগরিক যথাসময়ে কর প্রদান করেন?
ক. বুদ্ধিমান খ. বিবেকবান
গ. আত্মসংযমী ঘ. সচেতন
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.গ ৫২.খ ৫৩.খ ৫৪.ঘ ৫৫.ক ৫৬.ক ৫৭.খ ৫৮.ঘ ৫৯.ঘ ৬০.খ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা