অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

২১. রাইজোম দেখা যায় কোনটিতে?

ক. আলু খ. আদা

গ. রসুন ঘ. কচু

২২. পরাগধানীর মধ্যে কী উত্পন্ন হয়?

ক. রেণু খ. ফুল

গ. পরাগ ঘ. মধু

২৩. কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?

ক. কন্দ খ. স্টোলন

গ. রাইজোম ঘ. অফসেট

২৪. বুলবিলের মাধ্যমে প্রজনন হয় কোনটির?

ক. পাথরকুচি খ. ফণিমনসা

গ. কচুরিপানা ঘ. চুপড়ি আলু

২৫. ফুলের সবচেয়ে বাইরের অংশ কোনটি?

ক. বৃতি খ. দল

গ. পুংকেশর ঘ. স্ত্রীকেশর

২৬. ফল ও বীজ উত্পাদনের পূর্বশর্ত কোনটি?

ক. নিষেক খ. পরাগায়ন

গ. পুংগ্যামেট সৃষ্টি ঘ. স্ত্রীগ্যামেট সৃষ্টি

২৭. ‘প্রজনন’ প্রধানত কয় প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২৮. পাতার কিনারায় মুকুল সৃষ্টি করে কোনটি?

ক. শতমূলী খ. পাথরকুচি

গ. ফণিমনসা ঘ. চুপড়ি আলু

২৯. স্টোলনের মাধ্যমে কোনটির প্রজনন হয়?

ক. মিষ্টি আলু খ. কচুরিপানা

গ. পাথরকুচি ঘ. পুদিনা

৩০. আলুর প্রজনন হয় কোনটির মাধ্যমে?

ক. টিউবার খ. রাইজোম

গ. স্টোলন ঘ. কন্দ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.খ ২২.গ ২৩.গ ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা