সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. বুদ্ধপূর্ণিমা কোন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব?

ক. মুসলিম খ. খ্রিষ্টান

গ. হিন্দু ঘ. বৌদ্ধ

১২. খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কোনটি?

ক. বড়দিন খ. কালীপূজা

গ. রথযাত্রা ঘ. শিবপূজা

১৩. একসময় এ দেশের অধিকাংশ মানুষ কিসের পূজারি ছিল?

ক. পীরের খ. দেবতার

গ. প্রকৃতির ঘ. ঈশ্বরের

১৪. কিসের কড়াকড়ির জন্য নিম্নবর্গের মানুষ ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে?

ক. সাম্যের খ. বর্ণপ্রথার

গ. ব্রাহ্মণদের ঘ. দেব–দেবীর

১৫. মাতৃস্থানীয় সমাজ কাদের?

ক. মারমা খ. গারো

গ. চাকমা ঘ. ওঁরাও

১৬. কোন যুগের মানুষের মাধ্যমে মুসলিম সমাজের প্রসার ঘটেছে?

ক. প্রাচীন যুগের

খ. নব্য প্রাচীন যুগের

গ. মধ্যযুগের

ঘ. আধুনিক যুগের

১৭. সাঁওতালরা যেসব উৎসব পালন করে—

i. বাহা

ii. ফাগুয়া

iii. সোহরাই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii, iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৮. কার জীবনকে ঘিরে বৈশাখী পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়?

ক. গৌতমবুদ্ধ খ. যিশুখ্রিষ্ট

গ. শ্রীকৃষ্ণ ঘ. মা দুর্গা

১৯. যিশুখ্রিষ্টের জন্মদিনকে কী বলা হয়?

ক. ছোটদিন খ. বড়দিন

গ. বৈশাখী পূর্ণিমা ঘ. বুদ্ধপূর্ণিমা

২০. সিলেট অঞ্চলে কারা বাস করে?

ক. রাখাইন

খ. চাকমা

গ. খাসিয়া ও মণিপুরি

ঘ. হাজং

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.খ ২০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)