দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১১. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সৃষ্টি হয়?

ক. কর্মসংস্থান খ. যোগাযোগ

গ. বেকারত্ব ঘ. চাকরি

১২. ডেবিট কার্ডের প্রচলন ঘটে কোন যুগে?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে

গ. আধুনিক যুগে ঘ. বিনিময় যুগে

১৩. গুদামজাতকরণ ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত?

ক. শিল্প খ. বাণিজ্য

গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন

১৪. পার্লার ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত?

ক. শিল্প খ. বাণিজ্য

গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন

১৫. অডিট ফার্ম কোন ধরনের ব্যবসায়ের অন্তর্গত?

ক. শিল্প খ. বাণিজ্য

গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন

১৬. মানবসম্পদ কোন পরিবেশের উপাদান?

ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

১৭. ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের উপাদান?

ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

১৮. কোনটি উত্পাদনের বাহন?

ক. বাণিজ্য খ. শিল্প

গ. পণ্য ঘ. কারখানা

১৯. ব্যবসায়ের তথ্যগত বাধা দূর করে কোনটি?

ক. বিমা খ. পরিবহন

গ. বিজ্ঞাপন ঘ. ব্যাংকিং

২০. কোন স্থানকে পতুর্গিজরা Porto piqueno বা ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?

ক. অষ্টগ্রাম খ. সপ্তগ্রাম

গ. চট্টগ্রাম ঘ. পায়রা

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা