ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
মুজিব
১১. কত বছর বয়সের নিচে সবাই শিশু?
ক. ১৮ বছর খ. ২১ বছর
গ. ২২ বছর ঘ. ২৪ বছর
১২. শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা করা কার দায়িত্ব?
ক. মা-বাবার খ. সমাজের
গ. পরিবারের ঘ. রাষ্ট্রের
১৩. কার নির্দেশনায় সরকার শিশুর স্বাধীন চিন্তাশক্তির প্রকাশ, বিবেক-বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করবে?
ক. নানা-নানির খ. দাদা-দাদির
গ. মা-বাবার ঘ. শিক্ষকের
১৪. কে শিশুর শারীরিক-মানসিক নৈতিক ক্ষতি না হওয়ার নিশ্চয়তা প্রদান করবে?
ক. রাষ্ট্র খ. মা-বাবা
গ. নানা-নানি ঘ. শিক্ষক
১৫. কার নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তাশক্তির প্রকাশ ঘটে?
ক. মা–বাবার খ. প্রতিবেশীদের
গ. শিক্ষকদের ঘ. সহপাঠীদের
১৬. শিশু অধিকার বাড়াতে কী প্রয়োজন?
ক. গণসচেতনতা খ. প্রচার
গ. কোটা নির্ধারণ ঘ. যোগাযোগ
১৭. শিশুদের যুদ্ধে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে কোন সংস্থা?
ক. সার্ক খ. ইইউ
গ. ইউনিসেফ ঘ. জাতিসংঘ
১৮. কোনটি থেকে শিশুকে রক্ষা করতে হবে?
ক. স্বাধীনতা খ. সহপাঠী
গ. খেলাধুলা ঘ. অর্থনৈতিক শোষণ
১৯. শিশুর ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কার?
ক. মাতা–পিতার খ. পরিবারের
গ. সমাজের ঘ. সরকারের
২০. শিশুর কর্তব্য হচ্ছে—
i. নিজের অধিকার সম্পর্কে জানা
ii. নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করা
iii. বড়দের সবকিছু মুখ বুঝে সহ্য করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১১.ক ১২.ঘ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)