পঞ্চম শ্রেণি - বাংলা | অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো

পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট। কালো মানিক নামেও তিনি খ্যাত। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের এক বস্তিতে জন্ম নিয়েছিলেন তিনি। ছেলেবেলা তাঁর খুব কষ্টের মধ্যে কাটে। অভাবের তাড়নায় চায়ের দোকানে কাজ করতেন তিনি। এ ছাড়া রেলস্টেশন ঝাড়ু দেওয়ার পাশাপাশি কিছুদিন জুতা পরিষ্কারের কাজও তিনি করেছিলেন। এত কিছুর পরও ছোট থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। প্রবল ইচ্ছা আর নিরলস চেষ্টায় একদিন তাঁর সে স্বপ্ন সত্যি হলো। মাত্র ১৬ বছরের এক তরুণকে নিয়ে ঝড় ওঠে। ইউরোপজুড়ে তাঁর নাম ছড়িয়ে পড়ে। নামীদামি ক্লাবগুলো উঠেপড়ে লাগল তাঁকে দলে ভেড়ানোর জন্য। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে পেলে হয়ে উঠলেন পৃথিবীর সেরা ফুটবলার।

উত্তর

প্রশ্নগুলো হলো—

ক. ফুটবলের সম্রাট কে?

খ. ছেলেবেলা থেকেই পেলে কী হতে চেয়েছিলেন?

গ. পেলের ছেলেবেলা কীভাবে কাটে?

ঘ. ইউরোপের নামীদামি ক্লাবগুলো পেলেকে দলে নিতে চাইল কেন?

ঙ. কখন পেলের নাম ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে?

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (৯)