নবম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৭১. ‘গঙ্গারিডই’–এর ক্ষেত্রে প্রযোজ্য—

i. গঙ্গারিডই একটি শক্তিশালী রাজ্যের নাম

ii. ভাগীরথী ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চল

iii. ‘প্রাসিঅয়’ জাতির সমসাময়িক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. পাল যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো—

i. সব ধর্মের পৃষ্ঠপোষকতা

ii. জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষকতা

iii. উন্নয়নমূলক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৩. ‘মাৎস্যন্যায়’ কী?

ক. অরাজকতার যুগ

খ. সুশাসনের সময়

গ. অসময়

ঘ. কুশাসনের সময়

৭৪. সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল কোনটি?

ক. নালন্দা বিশ্ববিদ্যালয়

খ. কলকাতা বিশ্ববিদ্যালয়

গ. ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘ. আরাকান বিশ্ববিদ্যালয়

৭৫. ‘প্রাসিঅয়’ কী?

ক. একটি জাতি

খ. একটি গোত্র

গ. একটি নৃগোষ্ঠী

ঘ. একটি যাযাবর দল

৭৬. ‘ভুক্তি’ কী?

ক. সবচেয়ে বড় বিভাগ

খ. জাতিগোষ্ঠী

গ. যুদ্ধক্ষেত্র

ঘ. পাহাড়ি এলাকা

৭৭. ভুক্তিপক্তিকে কী বলা হতো?

ক. উপরিক খ. দলনায়ক

গ. উপনায়ক ঘ. অধিনায়ক

৭৮. চন্দ্র রাজাদের মূল কেন্দ্র ছিল কোথায়?

ক. বরেন্দ্রভূমি

খ. লালমাই পাহাড়

গ. সুন্দরবন

ঘ. বান্দরবান

৭৯. গুপ্তদের সময়ে রাজতন্ত্র কেমন ছিল?

ক. সামন্তনির্ভর

খ. জমিদারনির্ভর

গ. মানুষনির্ভর

ঘ. রাজানির্ভর

৮০. কৈবর্ত বিদ্রোহ কার শাসনামলে হয়েছিল?

ক. শশাঙ্ক খ. দ্বিতীয় মহীপাল

গ. ঈশা খাঁ ঘ. বল্লাল সেন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭১.ঘ ৭২.ঘ ৭৩.ক ৭৪.ক ৭৫.ক ৭৬.ক ৭৭.ক ৭৮.খ ৭৯.ক ৮০.খ

আযীযুন নাহার, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা