বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

বিবরণমূলক লেখা

প্রিয় শিক্ষার্থী, এই শিখন-অভিজ্ঞতায় এমন কিছু কার্যক্রম পরিকল্পনা করা হয়েছে যেন তোমরা বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারো। যেকোনো ব্যক্তি, বস্তু, ঘটনা, অনুভূতি ইত্যাদি বর্ণনামূলক ভাষায় উপস্থাপন করতে পারো; বিবরণমূলক লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে পারো এবং এই অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে নিজেরা বিবরণমূলক লেখা প্রস্তুত করতে পারো।

আরও পড়ুন

কার্যক্রম

∎ ছবি দেখে অনুভূতি শনাক্তকরণ।

∎ অনুভূতিকে বর্ণনামূলক ভাষায় প্রকাশ।

∎ আমার দেখা নয়াচীন লেখাটি পাঠ।

∎ আমার দেখা নয়াচীন লেখার ধারণা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা।

∎ বিবরণমূলক লেখার ধারণা নিয়ে আলোচনা।

∎ বিবরণমূলক লেখা প্রস্তুত করার জন্য বিষয় নির্ধারণ এবং বিবরণমূলক লেখা প্রস্তুত করা।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন