বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

তৃতীয় অধ্যায়

প্রশ্ন: এক দেশে ছিল এক রাজা ⃞

উত্তর: এক দেশে ছিল এক রাজা।

প্রশ্ন: লোকটিকে মুদিদোকান থেকে চাল ডাল ⃞ ডিম আর আলু কিনতে দেখলাম ⃞

উত্তর: লোকটিকে মুদিদোকান থেকে চাল, ডাল, ডিম আর আলু কিনতে দেখলাম।

প্রশ্ন: পারুল গল্প লেখে ⃞ আমি কবিতা লিখি ⃞

উত্তর: পারুল গল্প লেখে; আমি কবিতা লিখি।

প্রশ্ন: আপনি কখন এলেন ⃞

উত্তর: আপনি কখন এলেন?

প্রশ্ন: বলো কি ⃞ এই কলমের দাম এক শ টাকা ⃞

উত্তর: বলো কি! এই কলমের দাম এক শ টাকা!

প্রশ্ন: ভালো ⃞ মন্দ নিয়েই আমাদের সমাজ ⃞

উত্তর: ভালো-মন্দ নিয়েই আমাদের সমাজ।

আরও পড়ুন

প্রশ্ন: আমার বড় চাচা ⃞ যিনি মালয়েশিয়ায় ছিলেন ⃞ গতকাল বাড়ি ফিরেছেন ⃞

উত্তর: আমার বড় চাচা-যিনি মালয়েশিয়ায় ছিলেন-গতকাল বাড়ি ফিরেছেন।

প্রশ্ন: প্রমিত ভাষার দুই রূপ ⃞ কথ্য ও লেখ্য ⃞

উত্তর: প্রমিত ভাষার দুই রূপ: কথ্য ও লেখ্য।

প্রশ্ন: মা বললেন ⃞ তুমি দাঁড়াও ⃞ আমি আসছি ⃞

উত্তর: মা বললেন, ‘তুমি দাঁড়াও, আমি আসছি।’

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন