সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩১. ঐতিহাসিক আগরতলা মামলার ‘এক নম্বর’ আসামি করা হয় কাকে?

ক. এ কে ফজলুল হককে

খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে

গ. মাওলানা ভাসানীকে

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

৩২. আইয়ুব খানের পতন হয় কখন?

ক. ১৯৫৮ সালের ২৫ মার্চ

খ. ১৯৬৯ সালের ২৫ মার্চ

গ. ১৯৭০ সালের ২৫ মার্চ

ঘ. ১৯৬৭ সালের ২৫ মার্চ

৩৩. আইয়ুব খান ১৯৬৯ সালের কত তারিখে আগরতলা মামলা প্রত্যাহার করেন?

ক. ২৩ মার্চ খ. ২২ মার্চ

গ. ২২ ফেব্রুয়ারি ঘ. ২৫ মার্চ

৩৪. ১৯৪৭-৭১ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীদের ২১১ জনের মধ্যে বাঙালি ছিলেন কত জন?

ক. ৫৪ জন খ. ৯০ জন

গ. ৯৩ জন ঘ. ৯৫ জন

৩৫. পাকিস্তান আমলে সামরিক বাহিনীর অফিসার পদে শতকরা কত ভাগ বাঙালি ছিলেন?

ক. ৫ ভাগ খ. ১০ ভাগ

গ. ২১ ভাগ ঘ. ৩৫ ভাগ

৩৬. ‘ছায়ানট’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৫৪ সালে খ. ১৯৬১ সালে

গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৬ সালে

৩৭. ১৯৭০ সালের পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?

ক. ২৯০টি খ. ২৯৮টি

গ. ৩০০টি ঘ. ৩০১টি

৩৮. যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়?

ক. ১৯৫৪ সালে খ. ১৯৫৬ সালে

গ. ১৯৫৮ সালে ঘ. ১৯৬০ সালে

৩৯. যুক্তফ্রন্ট জনগণের সামনে কত দফা কর্মসূচি প্রকাশ করেছিল?

ক. ১১ দফা খ. ১৫ দফা

গ. ২১ দফা ঘ. ২৫ দফা

৪০. পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে কতটি আসন ছিল?

ক. ২৪৫টি খ. ২৯৮টি

গ. ৩০৯টি ঘ. ৩১৯টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ঘ ৩২.খ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.ক ৩৯.গ ৪০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)