পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ - শূন্যস্থান পূরণ (২৬-৩০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২৬. প্রশ্ন: দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ —---- রোগে আক্রান্ত হতে পারে।

উত্তর: ক্যানসার

২৭. প্রশ্ন: শব্দদূষণ মানুষের —---- ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে।

উত্তর: মানসিক

২৮. প্রশ্ন: শব্দদূষণের ফলে মানুষের —---- হ্রাস পায়।

উত্তর: কর্মক্ষমতা

আরও পড়ুন

২৯. প্রশ্ন: বিদ্যুৎ ও জীবাশ্ম জ্বালানির —---- কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি।

উত্তর: ব্যবহার

৩০. প্রশ্ন: কাজ শেষে —---- নিভিয়ে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি।

উত্তর: বাতি

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

আরও পড়ুন