পৌরনীতি ও সুশাসন ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?

ক. রাজনৈতিক কোন্দল বন্ধ করা

খ. সবার অংশগ্রহণ নিশ্চিত করা

গ. জনগণের কল্যাণ সাধন করা

ঘ. আইনের শাসন প্রতিষ্ঠা করা

১২. নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কীভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত?

ক. প্রত্যক্ষভাবে খ. পরোক্ষভাবে

গ. ভোটের মাধ্যমে ঘ. প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে

১৩. ‘সৎ গুণই জ্ঞান’—এ উক্তিটি কে করেছেন?

ক. সক্রেটিস খ. পেরিক্লিস

গ. প্লেটো ঘ. জন লক

১৪. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?

ক. Civic খ. Civitas

গ. Civics ঘ. Polis

১৫. ‘মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব’— এ উক্তিটি কার?

ক. জন লক খ. রুশো

গ. প্লেটো ঘ. অ্যারিস্টটল

১৬. ‘মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা’— এ উক্তিটি কার?

ক. এফ আই গ্লাউড খ. প্লেটো

গ. অ্যারিস্টটল ঘ. ই এম হোয়াইট

১৭. ‘Politics’ ও ‘Polis’ শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?

ক. ল্যাটিন খ. গ্রিক

গ. রোমান ঘ. ইংরেজি

১৮. রাষ্ট্র কোনটির সম্প্রসারিত রূপ?

ক. গোষ্ঠী খ. পরিবার

গ. সমাজ ঘ. উপজাতি

১৯. পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি?

ক. ধর্ম খ. রাজনীতি

গ. সমাজ ঘ. নাগরিক

২০. মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি?

ক. রাষ্ট্র খ. পরিবার

গ. বিদ্যালয় ঘ. মসজিদ

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা