ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

নিচের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো।

নমুনা উত্তর:

১. রাত, রাত্রি, রজনী

২. বাড়ি, ঘর, ভবন

৩. কপোত, পায়রা, কবুতর

৪. আনন্দ, খুশি, হর্ষ

৫. চোখ, নেত্র, নয়ন

৬. ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা

৭. বায়ু, হাওয়া, বাতাস

৮. আকাশ, গগন, আসমান

৯. কপাল, ভাগ্য, ললাট

১০. খবর, বার্তা, সংবাদ

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা