সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

নিচের চিত্রের আলোকে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২১. চিত্রটি কোন টিস্যুর?

ক. স্থায়ী খ. স্নায়ু

গ. ভাজক ঘ. পেশি

২২. চিত্রের টিস্যুটি—

i. বিভাজনে সক্ষম

ii. উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে

iii. অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াসযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. ফুলের লাল রঙের জন্য দায়ী কোনটি?

ক. ক্রোমোপ্লাস্ট খ. ক্লোরোপ্লাস্ট

গ. প্রোটোপ্লাস্ট ঘ. লিউকোপ্লাস্ট

২৪. কোন রঞ্জক পদার্থের কারণে টমেটোর রং লাল হয়?

ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্লোরোফিল–এ

গ. ক্লোরোফিল-বি ঘ. লাইকোপেন

২৫. বর্ণহীন প্লাস্টিড কোনটি?

ক. ক্রোমোপ্লাস্টিড খ. ক্লোরোপ্লাস্ট

গ. লিউকোপ্লাস্টিড ঘ. ক্রোমোপ্লাস্ট

২৬. সূর্যের আলোর অভাবে ক্লোরোপ্লাস্ট কিসে পরিণত হয়?

ক. ক্রোমোপ্লাস্টে খ. লিউকোপ্লাস্টে

গ. লিউকোফিলে ঘ. ক্লোরোফিলে

২৭. কোনটিকে কোষের পাওয়ার হাউস বলে?

ক. মাইটোকন্ড্রিয়া খ. গলগি বডি

গ. সেন্ট্রিওল ঘ. নিউক্লিয়াস

২৮. প্রাণিকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা কোনটির কাজ?

ক. সেন্ট্রিওল খ. গলগি বডি

গ. রাইবোজোম ঘ. লাইসোজোম

২৯. ক্রোমাটিন তন্তুর প্রতিটি টুকরাকে কী বলে?

ক. সেন্ট্রোজোম খ. ক্রোমাটোজোম

গ. সাইটোপ্লাজম ঘ. ক্রোমোজোম

৩০. সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোল বা ডিম্বাকার অঙ্গাণুটি কী?

ক. মাইটোকন্ড্রিয়া খ. প্লাস্টিড

গ. গলগি বডি ঘ. সেন্ট্রিওল

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.গ ২২.ক ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.খ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা