নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ৫

২১. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?

ক. ২ খ. ৪

গ. ৬ ঘ. ৮

২২. ধ্বনিনির্দেশক চিহ্নকে কী বলে?

ক. অক্ষর খ. বর্ণ

গ. বর্ণমালা ঘ. চিহ্ন

২৩. স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি?

ক. ৭টি খ. ৯টি

গ. ১০টি ঘ. ১১টি

২৪. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?

ক. কণ্ঠধ্বনি খ. স্বরধ্বনি

গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ইংরেজি ধ্বনি

২৫. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষায় কী বলে?

ক. বর্ণ খ. বর্ণমালা

গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ

২৬. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?

ক. ১১টি খ. ৩৯টি

গ. ৪৯টি ঘ. ৫০টি

২৭. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক. ১০টি খ. ১২টি

গ. ১৩টি ঘ. ১১টি

২৮. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?

ক. ১৩টি খ. ১১টি

গ. ৪৯টি ঘ. ৩৯টি

২৯. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কত?

ক. ৩২ খ. ৩৩

গ. ৩৪ ঘ. ৩৫

৩০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

ক. ৭টি খ. ৮টি

গ. ১০টি ঘ. ৯টি

সঠিক উত্তর

পরিচ্ছেদ ৫: ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক ৩০. গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা