এসএসসি ২০২৩ - রসায়ন | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৭

১১. K2Cr2O7 যৌগে Cr এর জারণ মান কত?

ক. +3 খ. +5

গ. +6 ঘ. +7

১২. নিচের কোন বিক্রিয়াটি দহন বিক্রিয়া?

ক. Ca+O2 → CaO2

খ. C+O2→ CO2

গ. H2O → H2+O2

ঘ. K+Cl2 → KCl.

১৩. Mg+Zn+2(aq) → Mg+2(aq) +Zn(s) এই

বিক্রিয়ায় কোনটি বিজারক?

ক. Mg খ. Zn+2

গ. Mg+2 ঘ. Zn

১৪. মৌমাছির বিষের প্রকৃতি কেমন?

ক. ক্ষারীয় খ. অম্লীয়

গ. নিরপেক্ষ ঘ. প্রশমন

১৫. মৌমাছির কামড়ে ক্ষতস্থানে কোনটি ব্যবহৃত হয়?

ক. ভিনেগার খ. লবণ

গ. চিনি ঘ. চুন

১৬. HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) +H2O;

এই বিক্রিয়ায় দর্শক আয়ন কোনটি?

ক. H+ ও OH

খ. Na3+ ও OH

গ. Na3+ ও Cl

ঘ. Cl ও OH

১৭. প্রশমন বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে কত কিলোজুল তাপ উৎপন্ন হয়?

ক. 52.34 Kg খ. 57. 34 Kg

গ. 58. 34 Kg ঘ. 59. 34 Kg

১৮. প্রশমন বিক্রিয়ায় অপর নাম কী?

ক. অধঃক্ষেপণ খ. নন-রেডক্স

গ. রেডক্স খ. সমানুকরণ

১৯. নিচের কোনটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া?

ক. Na+Cl2→ NaCl2

খ. CaO+H2O → Ca(OH)2

গ. MgCl2+ 7H2O → MgCl2.7H2O

ঘ. AlCl3+3H2O → AlOH3+3HCl

বিক্রিয়াটি থেকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

NH4CNO →∆→ X

২০. উদ্দীপকের ‘X’ যোগটির গাঠনিক

সংকেত কী?

ক. N2H4CO খ. NH3CONH

গ. H2N-C-NH2 ঘ. CNH

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১১.গ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.গ

তাপসী বণিক,হযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)