মোজাম্বিক–সিয়েরা লিয়ন–সলোমন আইল্যান্ডে কাজের সুযোগ, আইএলও–র ফেলোশিপ

আন্তর্জাতিক শ্রমসংস্থার সামাজিক অর্থ কর্মসূচি দক্ষ ও যোগ্যতাসম্পন্ন পেশাদারদের ফেলো হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আবেদনপ্রক্রিয়া উন্মুক্ত করেছে। মূলত বিভিন্ন উন্নয়নশীল দেশে ফিন্যান্স, মাইক্রোফিন্যান্স, ইনস্যুরেন্স ও ডেভেলপমেন্ট ফর ইনক্লুশনে যোগ্যতাসম্পন্ন পেশাদারদের ফেলোশিপ দেওয়ার মাধ্যমে কাজের সুযোগ করে দেয় এ কর্মসূচি।

শিক্ষাগত যোগ্যতা

অর্থনীতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, ইনস্যুরেন্স অথবা এ ধরনের কোনো বিষয়ে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

পেশাগত যোগ্যতা

  • ফিন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে ৫-১০ বছরের পেশাদারি অভিজ্ঞতা এবং ব্যাংকিং ও ইনস্যুরেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

  • প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে।

  • বিজনেস অ্যানালাইসিসে অভিজ্ঞতা থাকতে হবে।

  • ডেভেলপমেন্ট কো–অপারেশনে অভিজ্ঞতা থাকতে হবে।

  • ফিন্যান্সিয়াল প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড অপারেশনে অভিজ্ঞতা থাকতে হবে।

  • ম্যাস মার্কেট ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজিতে অভিজ্ঞতা থাকতে হবে।

  • ডিজিটাল টেকনোলজিতে অভিজ্ঞতা থাকতে হবে।

ভাষাগত যোগ্যতা

  • ইংরেজি

  • পর্তুগিজ (যাঁরা মোজাম্বিকে আবেদন করবেন, তাঁদের জন্য)

আবেদনের জন্য আরও যা থাকতে হবে

  • আবেদনকারীর ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইনস্যুরেন্স, ডিজিটাল ফিন্যান্স ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ–সম্পর্কিত দক্ষতা থাকতে হবে।

  • উদ্যমী হতে হবে ও ফেলোশিপকালীন শিখন–অভিজ্ঞতা নথিভুক্ত করার জন্য তৈরি থাকতে হবে।

  • ফেলোশিপের অধীনে উন্নয়নশীল দেশে উন্নয়নবিষয়ক কর্মকাণ্ডে কাজ করার জন্য আগ্রহী হতে হবে।

  • অ্যাসাইনমেন্টের পর অন্তর্ভুক্তিমূলক আর্থিক ও ইনস্যুরেন্স সেবা প্রদান করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।

যেসব দেশে কাজ করার সুযোগ থাকতে পারে

  • মোজাম্বিক

  • সিয়েরা লিয়ন

  • সলোমন আইল্যান্ড

আবেদন যেভাবে

  • আবেদন করতে হবে অনলাইনে ই-মেইলের মাধ্যমে এই ঠিকানায়: [email protected]

  • ই-মেইলের সাবজেক্ট লাইন হবে: "Application - Social Finance Fellowship in Mozambique/Solomon Islands/Sierra Leone"

  • ই-মেইলে যুক্ত করতে হবে: (i) সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র, (ii) সিভি, (iii) কভার লেটার

  • আবেদনপত্র পেতে ভিজিট করুন: ilo.org/sites/default/files/2024-05/Fellowship%20application%20form%202024_1.docx

  • আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৪

  • বিস্তারিত জানতে ভিজিট করুন: ilo.org/resource/vacancy-notice/call-fellowship-applications