পঞ্চম শ্রেণি - বাংলা | সমার্থক শব্দ (৯৬-১০০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সমার্থক শব্দ

৯৬। বাগান: কানন, উদ্যান।

৯৭। ছেলে: দুলাল, পুত্র।

৯৮। ফুরসত: অবকাশ, ছুটি।

৯৯। রানি: সম্রাজ্ঞী, বেগম।

১০০। স্বাদ: সুস্বাদু, অমৃত।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ সমার্থক শব্দ (৯১-৯৫)