ঢাবিতে এমএস প্রোগ্রাম, রাবিতে সন্ধ্যাকালীন এমবিএ, বাউবির সিএসসি প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি, জাবি ও খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ

∎ খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস এবং রেজিস্ট্রেশন ২২ জানুয়ারি শুরু।

∎ মেধাতালিকা থেকে শূন্য আসনে চূড়ান্ত ভর্তি ১৮ ও ১৯ জানুয়ারি।

∎ কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু, চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

∎ বিস্তারিত জানতে ওয়েবসাইট: ku.ac.bd

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ.pdf

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ

∎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ৩১ জানুয়ারি থেকে শুরু।

∎ শিক্ষার্থীদের হল বণ্টনের বিস্তারিত পাওয়া যাবে এই academic.juniv.edu ওয়েবসাইটে।

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ.pdf

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএস প্রোগ্রাম

∎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে এমএস দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সের মেয়াদ এক বছর।

∎ আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ফেব্রুয়ারি।

∎ ওয়েবসাইট: du.ac.bd/body/decp

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএস প্রোগ্রাম.pdf

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন এমবিএ

∎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

∎ আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি।

∎ ওয়েবসাইট: ra.ac.bd/ais/notice

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন এমবিএ.pdf

বাউবির সিএসসি প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি

বাউবির ২০২১-২২ বিশেষ বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে প্রথম সেমিস্টারে ভর্তির সময় আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাউবির সিএসসি প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি.pdf
আরও পড়ুন