ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | আকাশ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

আকাশ

১. আকাশ প্রবন্ধটি কার লেখা?

ক. হুমায়ূন আহমেদ

খ. হুমায়ুন আজাদ

গ. আবদুল্লাহ আল-মুতী

ঘ. মুহাম্মদ আব্দুল হাই

২. আবদুল্লাহ আল-মুতী কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৩ সালে

খ. ১৯১১ সালে

গ. ১৯১৭ সালে

ঘ. ১৯৩০ সালে

৩. আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?

ক. আকাশ সম্পর্কে জানা

খ. প্রকৃতি সম্পর্কে জানা

গ. বিজ্ঞানচেতনা সৃষ্টি

ঘ. সংগ্রামী চেতনা সৃষ্টি

৪. রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?

ক. নীল খ. সাদা

গ. কালো ঘ. লাল

৫. সোনার থালার মতো সূর্য তার চারপাশে কিরণ ছড়ায় কখন?

ক. দিনের বেলায়

খ. দুপুর বেলায়

গ. বিকেল বেলায়

ঘ. গোধূলিলগ্নে

৬. কখন রঙের বন্যা নামে?

ক. ভোর বা সকালে

খ. সকালে বা দুপুরে

গ. বিকেল বেলায়

ঘ. গোধূলিলগ্নে

৭. আগেকার দিনে লোকে আকাশটিকে কঠিন ঢাকনা মনে করত কেন?

ক. নিরক্ষরতার কারণে

খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়

গ. মানুষের কাছ থেকে শুনে

ঘ. আকাশের নিচে বসবাস করছে বলে

৮. আকাশে আসলে কিসের ঢাকনা?

ক. পৃথিবীর খ. মাটির

গ. পানির ঘ. বায়ুমণ্ডলের

৯. বায়ুমণ্ডলে কয়টি বর্ণহীন গ্যাস রয়েছে?

ক. ১০টি খ. ১৫টি

গ. ২০টি ঘ. ২৫টি

১০. নাইট্রোজেন কী?

ক. বর্ণহীন মেঘ

খ. নীল রঙের মেঘ

গ. বাতাসের প্রধান উপাদান

ঘ. আকাশের নীল চাঁদোয়া

সঠিক উত্তর

আকাশ: ১.গ ২.ঘ ৩.গ ৪.গ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা