[জন্ম:১৮৯৫, মৃত্যু: ১৯৭৩]
দেশ: নরওয়ে।
পুরস্কার: র্যাগনার ফ্রিশ ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি ‘অর্থনৈতিক পদ্ধতিসমূহের বিশ্লেষণের জন্য গতিশীল নকশা প্রণয়ন এবং এর উন্নয়নের জন্য এই পুরস্কার পান।
কর্মজীবন: ১৯৩৩ সালে র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেন—ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। তিনি অর্থমিতি (Econometrics) চর্চার প্রবর্তনের অন্যতম পথিকৃৎ। বাণিজ্যচক্রের আলোচনার ক্ষেত্রে উদ্ভাবনী প্রতিভার পরিচয় রেখেছেন। Econometrics পত্রিকার বহু গুরুত্বপূর্ণ নিবন্ধের তিনি রচয়িতা।
তাঁর বিখ্যাত বই Econometrics and Economic Theory in the 20th Century