শিক্ষার্থীদের জন্য যে পাতায় অনেক দরকারি তথ্য থাকে

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জীবনে পরীক্ষার ফলাফল যেমন ভালো করা দরকার, তেমনি দরকার প্রতিটি বিষয়ে সঠিকভাবে জানা। আর এই জানাটা অর্জন করতে হবে পড়াশোনার মাধ্যমে।

প্রথম আলো’র ‘পড়াশোনা’ পাতাটি লেখাপড়ার বিষয়ে সহযোগিতা করে আসছে ২৫ বছর ধরে। প্রাথমিক থেকে এইচএসসি পর্যন্ত বিষয়ভিত্তিক পড়ার ক্ষেত্রে সহায়ক হিসেবে পাশে থেকেছে।

এ পাতায় পড়াশোনার বিষয়ে অনেক বিষয়ভিত্তিক লেখা, তথ্য, পরামর্শ প্রতিদিন নিয়মিত ছাপা হয়, যা প্রতিটি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিটি পরামর্শ, লেখা, তথ্য পড়েছ, প্রয়োজনে কিছু সংগ্রহ করে রেখেছ। এগুলো তোমার শিক্ষাজীবনে অনেক কাজে লাগবে। আমি শিক্ষক হিসেবে এই পত্রিকাটি পড়ি, পড়াশোনা পাতাও দেখে থাকি। এ পাতায় শিক্ষা নিয়ে এমন অনেক অনেক বিষয় ছাপা হয়, যা তোমাদের স্কুল–কলেজে বর্তমান শ্রেণি শিক্ষায়, উচ্চশিক্ষায় ও চাকরি জীবনে প্রয়োজন হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ, ক্যাডার-নন ক্যাডারসহ প্রতিটি পরীক্ষায় কিন্তু এসএসসি ও এইচএসসি শ্রেণির সিলেবাস থেকেও অনেক প্রশ্ন আসে।

এ পাতায় অনেক তথ্যবহুল করে বিভিন্ন শ্রেণির পড়াগুলো দেওয়া হয়। যা তোমাদের আগামী দিনগুলোতে কাজে আসবে। সময়ের সঙ্গে সঙ্গে পড়ার চাহিদা বেড়েছে। তোমরা prothomalo.com/education/study থেকেও পেতে পারো অনেক দরকারি তথ্য।

প্রফেসর মো. আবু মাসুদ, অধ্যক্ষ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা

আরও পড়ুন