বহুনির্বাচনি প্রশ্ন

১. পিতার বয়স ৬০ বছর এবং কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?

ক. ২৪ বছর খ. ৩৪ বছর

গ. ৪৪ বছর ঘ. ৪৮ বছর

২. কোনো পরিবারে প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগলে ৪ দিনে কত গ্রাম চাল লাগবে?

ক. ২৬০০ গ্রাম খ. ২৭০০ গ্রাম

গ. ২৮০০ গ্রাম ঘ. ২৯০০ গ্রাম

৩. ১০টি পেনসিলের দাম ৪০ টাকা। ৩টি পেনসিলের দাম কত?

ক. ১২ টাকা খ. ১৪ টাকা

গ. ১৬ টাকা ঘ. ১৮ টাকা

৪. ৬,৩০০ টাকাকে সমান ৫ ভাগ করলে প্রতি ভাগে কত টাকা পড়বে?

ক. ১,০৬০ টাকা খ. ১,২৩০ টাকা

গ. ১,২৬০ টাকা ঘ. ১,৬৬০ টাকা

৫. একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে ৫টি চেয়ারের মূল্য কত?

ক. ৩১২৫ টাকা খ. ৩৩২৫ টাকা

গ. ৩৫২৫ টাকা ঘ. ৪১২৫ টাকা

৬. ১০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলে, পণ্যটির বিক্রয়মূল্য কত?

ক. ৪০ টাকা খ. ৬০ টাকা

গ. ৮০ টাকা ঘ. ৯০ টাকা

সঠিক উত্তর:১.গ ২.ক ৩.ক ৪.গ ৫.ক ৬.গ

সমস্যা সমাধানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?

সমাধান

পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ

মায়ের বয়স = পুত্রের বয়সের ৩ গুণ

মা এবং পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ

এখন, পুত্রের বয়সের ৪ গুণ = ৬০ বছর

পুত্রের বয়স ৬০ ৪ = ১৫ বছর

অতএব, মায়ের বয়স ১৫ × ৩ = ৪৫ বছর

উত্তর: পুত্রের বয়স ১৫ বছর ও মায়ের বয়স ৪৫ বছর।

২. প্রশ্ন: ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি প্লেটের মূল্য কত?

সমাধান

প্রশ্নমতে,

১টি কাপের মূল্য ১৪৫ টাকা

২০টি কাপের মূল্য (১৪৫ × ২০) টাকা

= ২৯০০ টাকা।

দেওয়া আছে,

১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা

২০টি কাপের মূল্য (-) ২৯০০ টাকা

∴ ১২টি প্লেটের মূল্য ১০২০ টাকা

∴ ১টি প্লেটের মূল (১০২০ ১২) টাকা

= ৮৫ টাকা

উত্তর: ৮৫ টাকা।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা