অধ্যায় ১
৭১. 1 হেক্টোজুল = কত?
ক. 104 J খ. 105 J
গ. 102 J ঘ. 106 J
৭২. একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি যে সূচকে বা যে পাওয়ারে আছে, তাকে ওই রাশির কী বলে?
ক. পাওয়ার খ. মাত্রা
গ. ঘাত ঘ. ক্ষমতা
৭৩. ভার্নিয়ার ধ্রুবক নির্ভর করে—
i. প্রধান স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর
ii. ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর
iii. বৃত্তাকার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৪. স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করা যায়—
i. তারের ব্যাসার্ধ
ii. ছোট ভর
iii. ছোট দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫. থামা ঘড়ি ব্যবহৃত হয়—
i. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য
ii. মুঠোফোনে
iii. ট্রানজিস্টারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৬. পরিমাপের সময় কয় ধরনের ত্রুটি হতে পারে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৭৭. পরীক্ষণের জন্য যন্ত্রের ত্রুটিকে কী বলে?
ক. ব্যক্তিগত ত্রুটি খ. যান্ত্রিক ত্রুটি
গ. দৈব ত্রুটি ঘ. চূড়ান্ত ত্রুটি
৭৮. প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মাপের পার্থক্যকে কী বলে?
ক. ব্যক্তিগত ত্রুটি খ. আপেক্ষিক ত্রুটি
গ. চূড়ান্ত ত্রুটি ঘ. যান্ত্রিক ত্রুটি
৭৯. আপেক্ষিক ত্রুটি কীভাবে পাওয়া যাবে?
ক. চূড়ান্ত ত্রুটি – পরিমাপ করা মান
খ. চূড়ান্ত ত্রুটি + পরিমাপ করা মান
গ. চূড়ান্ত ত্রুটি × পরিমাপ করা মান
ঘ. চূড়ান্ত ত্রুটি পরিমাপ করা মান
৮০. দৈর্ঘ্য পরিমাপে কোনো ত্রুটি থাকলে, ক্ষেত্র পরিমাপে সেই ত্রুটি কত গুণ হবে?
ক. দ্বিগুণ খ. তিন গুণ
গ. চার গুণ ঘ. পাঁচ গুণ
সঠিক উত্তর
অধ্যায় ১: ৭১.গ ৭২.খ ৭৩.ক ৭৪.খ ৭৫.ক ৭৬.খ ৭৭.খ ৭৮.গ ৭৯.ঘ ৮০.ক
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা