অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব কী ধরনের ব্যবস্থা থাকে?

ক. নিরাপত্তা খ. যোগাযোগ

গ. প্রবেশাধিকার ঘ. ঝুঁকি

২. কম্পিউটারের জন্য নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলে?

ক. ফায়ার ফক্স খ. ফায়ারওয়াল

গ. মজিলা ফক্স ঘ. সেফটিওয়াল

৩. অন্যের তথ্য দেখা ও তথ্য সরিয়ে নেওয়া বা নষ্ট করাকে কী বলে?

ক. হ্যাক খ. হাঙ্গার

গ. হ্যাকিং ঘ. হ্যাকার

৪. যাঁরা হ্যাকিং করেন, তাঁদের কী বলে?

ক. হ্যাকিং খ. ফায়ারম্যান

গ. হ্যাক ঘ. হ্যাকার

৫. ২০০০ সালে হ্যাক হয়েছিল—

i. ডেল

ii. ইয়াহু

iii. আমাজন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. ২০০০ সালে হ্যাকাররা ওয়েবসাইট হ্যাক করে কত কোটি ডলারের বেশি ক্ষতি করেছিল?

ক. ১০ খ. ১০০

গ. ৫০০ ঘ. ১০০০

৭. মানুষ ও যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে কী বলা হয়?

ক. Capter খ. chapter

গ. captain ঘ. captcha

৮. ডেটা সেন্টার কাকে বলে?

ক. বড় বড় তথ্যভান্ডার

খ. তথ্যগুচ্ছ

গ. তথ্য

ঘ. শব্দভান্ডার

৯. কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামগুচ্ছ থাকে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১০. কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম হলো—

i. হার্ডওয়্যার প্রোগ্রাম

ii. সিস্টেম সফটওয়্যার

iii. অ্যাপ্লিকেশন সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ক ২.খ ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.ক ৯.ক ১০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা