নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | শিক্ষা ও মনুষ্যত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
নবম শ্রেণির পড়াশোনা
শিক্ষা ও মনুষ্যত্ব
১১. শিক্ষা আমাদের কী শেখায়?
ক. কঠোর হতে
খ. পরিশ্রম করতে
গ. নৈতিক হতে
ঘ. জীবনকে উপভোগ করতে
১২. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার উপায় কোনটি?
ক. শিক্ষা খ. অর্থ
গ. সম্পদ ঘ. সুনাম
১৩. শিক্ষা আমাদের কোন সত্তার ঘরে নিয়ে যেতে পারে?
ক. জীবসত্তার খ. মানবসত্তার
গ. স্বাধীনসত্তার ঘ. অধীনসত্তার
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কষ্টে উপার্জিত টাকা দিয়ে পড়ালেখা করেছে আবিদ। আজ সে প্রকৌশলী। সমাজে তার বেশ পরিচিতি। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে। তাই সে অর্থ উপার্জনের পাশাপাশি
জীবনের অনুভূতি ও কল্পনার রস আস্বাদনও করে থাকে।
১৪. আবিদের মধ্যে শিক্ষা ও মনুষ্যত্বে বর্ণিত শিক্ষার কোন দিকটি বড় হয়ে উঠেছে?
ক. উপকারের খ. মনোরঞ্জনের
গ. প্রয়োজনের ঘ. অপ্রয়োজনের
১৫. উক্ত দিক আমাদের শেখায়—
i. অর্থ উপার্জন করতে
ii. জীবনকে উপভোগ করতে
iii. জীবনের রস আস্বাদন করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হয়?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
১৭. ‘হামেশা’ শব্দের অর্থ কী?
ক. সবখানে খ. সামান্য সময়
গ. সমধিক ঘ. সব সময়
১৮. প্রকৃত শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে?
ক. জ্ঞানের খ. মূল্যবোধের
গ. অর্থের ঘ. মনুষ্যত্বের
১৯. সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ কী উপলব্ধি করতে পারে?
ক. ‘লোভে পাপ, পাপে মৃত্যু’– কথাটা বুলি মাত্র
খ. শিক্ষার মাধ্যমেই আত্মোপলব্ধি হয়
গ. শিক্ষাই মুক্তির উপায়
ঘ. শিক্ষাই জাতির মেরুদণ্ড
২০. লোভের ফলে মানুষের কী হয়?
ক. আত্মিক মৃত্যু ঘটে
খ. নৈতিক অবক্ষয় ঘটে
গ. সুনাম নষ্ট হয়
ঘ. অর্থ কমে যায়
সঠিক উত্তর
শিক্ষা ও মনুষ্যত্ব: ১১.ঘ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা