দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৩

৬১. বাংলাদেশের জাতীয় সংগীতটি কত সালে রচিত হয়েছিল?

ক. ১৯০৫ খ. ১৯০৬

গ. ১৯০৭ ঘ. ১৯০৮

৬২. জাতীয় স্মৃতিসৌধ কাদের স্মরণে নির্মাণ করা হয়েছে?

ক. বুদ্ধিজীবীদের

খ. যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের

গ. ভাষাশহিদদের

ঘ. নাম না জানা শহিদদের

৬৩. বাঙালির প্রতিবাদী মনোভাবের মূর্ত প্রতীক কোনটি?

ক. স্মৃতিসৌধ খ. শহিদ মিনার

গ. জাদুঘর ঘ. অপরাজেয় বাংলা

৬৪. দেশের শ্রেষ্ঠ সন্তানদের কোথায় হত্যা করা হয়েছে?

ক. রায়েরবাজার বধ্যভূমিতে

খ. কুমিল্লার ময়নামতিতে

গ. চট্টগ্রামের পতেঙ্গায়

ঘ. মেহেরপুরের মুজিবনগরে

৬৫. ৭ মার্চের ভাষণের মূল প্রতিপাদ্য ছিল—

i. স্বায়ত্তশাসন

ii. জাতিগত অধিকার

iii. পরাধীনতা থেকে মুক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও ii

৬৬. মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গড়ে তোলে—

i. ১১টি সেক্টর

ii. ৩টি ব্রিগেড ফোর্স

iii. কিছু সাব সেক্টর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার ছাত্রদের—

ii. প্রশিক্ষণের ব্যবস্থা করে

ii. অস্ত্রের সংস্থান করে

iii. শিক্ষার খরচ বহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর’ গঠন করার উদ্যোগটি ছিল—

ক. বেসরকারি খ. সরকারি

গ. আন্তর্জাতিক ঘ. বুদ্ধিজীবীদের

৬৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি সমর্থন দেয় কোন দেশ?

ক. নেপাল খ. ভারত

গ. চীন ঘ. মিয়ানমার

৭০. অপারেশন সার্চলাইট বলতে বোঝায়—

i. ২৫ মার্চের নির্মম গণহত্যা

ii. হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা

iii. ২৫ মার্চের কালরাত্রি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ৬১.খ ৬২.ঘ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.গ ৬৬.ঘ ৬৭.ক ৬৮.ক ৬৯.খ ৭০.ঘ

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)