অধ্যায় ১২
১১। প্রশ্ন: ১৮০০ সাল কি অধিবর্ষ?
উত্তর: অধিবর্ষ নয়
১২। প্রশ্ন: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
উত্তর: ২৯ দিনে
১৩। প্রশ্ন: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস অন্যান্য বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় কয় দিন বেশি থাকে?
উত্তর: ১ দিন বেশি থাকে
১৪। প্রশ্ন: অধিবর্ষের বছরের মোট দিনসংখ্যা কত?
উত্তর: ৩৬৬
১৫। প্রশ্ন: ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাস কত
দিন ছিল?
উত্তর: ২৮ দিন
১৬। প্রশ্ন: ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল?
উত্তর: ২৯ দিনে
১৭। প্রশ্ন: ১ দশক কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১০ বছরকে ১ দশক বলে।
১৮। প্রশ্ন: ১ যুগ কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১২ বছরকে ১ যুগ বলে।
১৯। প্রশ্ন: ১ শতাব্দী কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে ১ শতাব্দী বলে।
২০। প্রশ্ন: প্রথম শতাব্দী শুরু হয়েছিল কত সালে?
উত্তর: ১ সালে
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১-১০)