ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | মাদার তেরেসা : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

মাদার তেরেসা

৪১. মাদার তেরেসার গাউন ছেড়ে শাড়ি পরার কারণ কী?

ক. নানব্রত ত্যাগ

খ. বাঙালি নারীর পোশাক

গ. অর্থ সাশ্রয়

ঘ. সহজ ও আরামদায়ক

৪২. মাদার তেরেসার কয়টি শাড়ি ছিল?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

৪৩. মাদার তেরেসার তিনটি শাড়ির মধ্যে একটি পরার, একটি ধোয়ার, অন্যটি তিনি কী জন্য রাখতেন?

ক. ভবিষ্যতের জন্য

খ. কোনো উপলক্ষে পরার জন্য

গ. অতিথির জন্য

ঘ. দান করার জন্য

৪৪. মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির মূল কাজ কী ছিল?

ক.সমাজ উন্নয়ন খ. মানবসেবা

গ. ধর্মপ্রচার ঘ. শিক্ষার মানোন্নয়ন

৪৫. ‘মাদার তেরেসা’ রচনাটির মূল বিষয় কোনটি?

ক. সংসারত্যাগী একজন নারীর সংযমের পরিচয়

খ. একজন সেবাব্রতী নারীর কর্মজীবনের প্রতি আলোকপাত

গ. নারীর কর্মের প্রতি সমাজের শ্রদ্ধাবোধের নমুনা

ঘ. নোবেল বিজয়ী নারীর প্রতিষ্ঠা লাভ

৪৬. ‘শান্তির এই সাধককে শ্রদ্ধা জানিয়েছে সমস্ত পৃথিবী’—উক্তিটি নিচের কার বিষয়ে মিল রয়েছে?

ক. সুফিয়া কামাল খ. বেগম রোকেয়া

গ. মাদার তেরেসা ঘ. সন্​জীদা খাতুন

৪৭. ‘রপ্ত’ শব্দের সমার্থক শব্দ হলো—

i. তটস্থ

ii. মুখস্থ

iii. আয়ত্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৪৮. মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯১০ খ. ১৯২০

গ. ১৯৩০ ঘ. ১৯৪০

৪৯. মাদার তেরেসা কত সালে মৃত্যুবরণ করেন?

ক. আলবেনিয়া খ. ভারত

গ. আফ্রিকা ঘ. আলজেরিয়া

৫০. কত সালে মাদার তেরেসা ‘লরেটো সিস্টার্স’ থেকে বিদায় নেন?

ক. ১৯৪৭ খ. ১৯৪৯

গ. ১৯৫১ ঘ. ১৯৫২

সঠিক উত্তর

মাদার তেরেসা: ৪১.খ ৪২.গ ৪৩.খ ৪৪.খ ৪৫.খ ৪৬.গ ৪৭.ক ৪৮.ক ৪৯.ঘ ৫০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)