যুক্তিবিদ্যা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১১. ‘মরণশীলতা’ গুণ দ্বারা মানুষ পদের কী বোঝায়?

ক. উপজাতিগত উপলক্ষণ

খ. জাতিগত উপলক্ষণ

গ. বিভেদক লক্ষণ

ঘ. অবান্তর লক্ষণ

১২. জাতি ও উপজাতি পরস্পর কোন পদ?

ক. নিরপেক্ষ পদ খ. সাপেক্ষ পদ

গ. গুণবাচক পদ ঘ. সমষ্টিবাচক পদ

১৩. মানুষ পদের আসন্নতম জাতি কোনটি?

ক. জড়বস্তু খ. সপ্রাণ বস্তু

গ. জীব ঘ. সভ্য জীব

১৪. জীব পদের আসন্নতম উপজাতি কোনটি?

ক. সৎ মানুষ খ. ছাত্র

গ. মানুষ ঘ. শিক্ষিত মানুষ

১৫. ‘বিচারক্ষমতা’ কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে?

ক. জাতি খ. উপজাতি

গ. উপলক্ষণ ঘ. অবান্তর লক্ষণ

১৬. বিধেয় হচ্ছে—

i. একটি পদ

ii. যুক্তিবাক্যের অংশ

iii. উদ্দেশ্য-সম্পর্কিত স্বীকৃতি বা অস্বীকৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. বিধেয়ককে প্রথমে চার প্রকার এবং পরবর্তী সময় পাঁচ প্রকারে ভাগ করেন কারা?

ক. অ্যারিস্টটল ও মিল

খ. মিল ও পরফিরি

গ. অ্যারিস্টটল ও পরফিরি

ঘ. পরফিরি ও প্লেটো

১৮. বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন। এটি কোন ধরনের অবান্তর লক্ষণ?

ক. ব্যক্তিগত বিচ্ছেদ্য

খ. ব্যক্তিগত অবিচ্ছেদ্য

গ. জাতিগত বিচ্ছেদ্য

ঘ. জাতিগত অবিচ্ছেদ্য

১৯. জাতি ও উপজাতির সম্পর্ক কেমন?

ক. স্বাধীন খ. সাপেক্ষ

গ. স্বতন্ত্র ঘ. নিরপেক্ষ

২০. ‘সকল মানুষ হয় বিবেকবান’—বাক্যটি কোন বিধেয়ক নির্দেশ করে?

ক. জাতি খ. উপজাতি

গ. লক্ষণ ঘ. উপলক্ষণ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.খ ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.ঘ

এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা