দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১৫১-১৬০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
১৫১. বর্তমান যুগে টিকে থাকতে যেসব দক্ষতা আয়ত্ত করা প্রয়োজন—
i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা
ii. যোগাযোগের দক্ষতা
iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫২. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটির প্রয়োজন?
ক. ইন্টারনেটের জগতে প্রবেশ
খ. জ্ঞান আহরণ
গ. তথ্যপ্রযুক্তির বিনাশ
ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ
১৫৩. ফেসবুকের নির্মাতা কে?
ক. স্টিভ জবস
খ. বিল গেটস
গ. মার্ক জাকারবার্গ
ঘ. টিম বার্নার্স লি
১৫৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে—
i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা সম্ভব হবে
ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না
iii. তথ্য সংগ্রহ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৫. আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. স্টিভ জবস
১৫৬. চার্লস ব্যাবেজ কে ছিলেন?
ক. প্রকৌশলী এবং গণিতবিদ
খ. চিত্রকর
গ. গবেষক
ঘ. শিক্ষক
১৫৭. চার্লস ব্যাবেজের জন্ম কত সালে?
ক. ১৭৯১ খ. ১৭৯২
গ. ১৭৯৩ ঘ. ১৮৫২
১৫৮. চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে?
ক. ১৮১৫ খ. ১৮৪২
গ. ১৮৫২ ঘ. ১৮৭১
১৫৯. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটি কে তৈরি করেন?
ক. চার্লস ব্যাবেজ
খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
গ. মার্ক জাকারবার্গ
ঘ. অ্যাডা লাভলেস
১৬০. Analytical Engine গণনাযন্ত্রটি কে তৈরি করেন?
ক. স্টিভ জজনিয়াক
খ. চার্লস ব্যাবেজ
গ. বিল গেটস
ঘ. মার্ক জাকারবার্গ
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৫১.ঘ ১৫২.ক ১৫৩.গ ১৫৪.খ ১৫৫.ক ১৫৬.ক ১৫৭.ক ১৫৮.ঘ ১৫৯.ক ১৬০.খ
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা