বাংলাদেশ ও বিশ্বপরিচয় - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. অশ্বমণ্ডল কাকে বলে?

ক. ভেতর ও বাইরের আবরণ

খ. অশ্বমণ্ডল ও নমনীয় অঞ্চলের মধ্যবর্তী আবরণ

গ. বহিরাবরণ ও নমনীয় অংশের মধ্যবর্তী আবরণ

ঘ. বাইরের ও ভেতরের শক্ত অংশের মধ্যবর্তী আবরণ

২২. গুরুমণ্ডলের ব্যাসল্ট স্তরের পুরুত্ব কত?

ক. ১২২৫ কিমি খ. ১২৪৬ কিমি

গ. ১৪০৮ কিমি ঘ. ১৪৪৮ কিমি

২৩. কঠিন ভূত্বকের সৃষ্টি হয়েছে কীভাবে?

ক. পাথর জমে খ. শীতল ও ঘনীভূত হয়ে

গ. লোহার মাধ্যমে ঘ. আগ্নেয় শিলা দ্বারা

২৪. সূর্য মূলত কী দিয়ে গঠিত?

ক. তরল পদার্থ খ. কঠিন পদার্থ

গ. গ্যাসীয় পদার্থ ঘ. কঠিন ও তরলের মিশ্র পদার্থ

২৫. পৃথিবীর ব্যাস পূর্ব–পশ্চিমে কত কিমি?

ক. ১২,৭৫২ কিমি খ. ১২,৯৫২ কিমি

গ. ১৩,৭৫২ কিমি ঘ. ১৪,৭৫৭ কিমি

২৬. মঙ্গলের বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও আরগনের শতকরা অনুপাত কত?

ক. ৩: ২ খ. ৪: ২

গ. ৪: ৫ ঘ. ৫: ৬

২৭. ট্রপোমণ্ডলের গড় গভীরতা কত?

ক. ১৩ কিমি খ. ১৫ কিমি

গ. ১৭ কিমি ঘ. ১৯ কি.মি.

২৮. মকরক্রান্তি কোনটি?

ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ

খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ

ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ

২৯. আবর্তন বেগ সবচেয়ে বেশি কোন গ্রহের?

ক. শুক্র খ. পৃথিবী

গ. বৃহস্পতি ঘ. শনি

৩০. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?

ক. ০° খ. ৬০°

গ. ১২০° ঘ. ১৮০°

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.গ ৩০.ক

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা