পৌরনীতি ও সুশাসন ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. সুশাসনের দৃষ্টিকোণ থেকে সাম্য কী?

ক. ব্যক্তির জবাবদিহিতা

খ. ব্যক্তির নিজস্ব অধিকার

গ. ব্যক্তির সংবেদনশীলতা

ঘ. ব্যক্তির দক্ষতা

৪২. অ্যারিস্টটলের দৃষ্টিতে রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছিল?

ক. বলপ্রয়োগের দ্বারা

খ. ঈশ্বরের দ্বারা

গ. চুক্তির দ্বারা

ঘ. স্বাভাবিক উপায়ে

৪৩. ‘আজকের পৌরনীতি আগামীকালের ইতিহাস’—উক্তিটি কিসের ইঙ্গিত দেয়?

ক. গভীর সম্পর্ক

খ. নিকট সম্পর্ক

গ. মাঝামাঝি সম্পর্ক

ঘ. সমান্তরাল সম্পর্ক

৪৪. জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?

ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে

গ. প্রাক্​মধ্যযুগে ঘ. আধুনিক যুগে

৪৫. ‘সুশাসন’ শব্দটি ব্যাপকভাবে আলোচিত হয় কোথায়?

ক. গণতান্ত্রিক রাষ্ট্রে

খ. উন্নত রাষ্ট্রে

গ. সমাজতান্ত্রিক রাষ্ট্রে

ঘ. প্রজাতান্ত্রিক রাষ্ট্রে

৪৬. ‘Das Kapital’ গ্রন্থটি কে রচনা করেছেন?

ক. কার্ল মার্ক্স খ. মাও সে–তুং

গ. লেনিন ঘ. ফিদেল কাস্ত্রো

৪৭. ‘The Civic Culture’ গ্রন্থটির রচয়িতা কে?

ক. অ্যালমন্ড ও ভারবা

খ. অ্যালমন্ড ও পাওয়েল

গ. এলান আর বল ও ডব্লিউ পাই

ঘ. এলান আর বল ও ডেবিড পল

৪৮. প্রাচীনকালে কোথায় কোথায় নগররাষ্ট্র বিদ্যমান ছিল?

ক. গ্রিসের এথেন্স ও স্পার্টায়

খ. গ্রেট ব্রিটেনের লন্ডন ও ব্রিসটলে

গ. আমেরিকার নিউইয়র্ক ও ডালাসে

ঘ. মিসরের কায়রো ও আলেকজান্দ্রিয়ায়

৪৯. ‘Politics’ গ্রন্থটির রচয়িতা কে?

ক. অ্যারিস্টটল খ. প্লেটো

গ. ম্যাকাইভার ঘ. বার্জেস

৫০. ‘সংবেদনশীলতা’ শব্দটির বাংলা সমার্থক শব্দ কী?

ক. জবাবদিহিতা খ. সাড়া

গ. দায়িত্বশীলতা ঘ. স্বচ্ছতা

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.খ ৪২.ঘ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ক ৪৬.ক ৪৭.ক ৪৮.ক ৪৯.ক ৫০.খ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা