দশম শ্রেণি - বাংলা ২য় পত্র | ধ্বনি পরিবর্তন : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

ধ্বনি পরিবর্তন

১১. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলে?

ক. বিষমীভবন খ. সমীভবন

গ. স্বরসংগতি ঘ. সম্প্রকর্ষ

১২. শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

ক. অপিনিহিতি খ. অসমীকরণ

গ. ধ্বনি বিপর্যয় ঘ. বিষমীভবন

১৩. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক. ইস্কুল খ. রিসকা

গ. বসতি ঘ. বিলিতি

১৪. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক. মুড়া > মুড়ে খ. বাক্স > বাস্ক

গ. মোজা > মুজো ঘ. দেশি > দিশী

১৫. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

ক. আজি > আইজ খ. পিশাচ > পিচাশ

গ. পাকা > পাক্কা ঘ. স্কুল > ইস্কুল

১৬. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কী বলে?

ক. সমীভবন খ. অসমীকরণ

গ. মধ্যস্বর লোপ ঘ. পরাগত সমীভবন

১৭. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?

ক. সমীভবন খ. বিষমীভবন

গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. ব্যঞ্জনবিকৃতি

১৮. বিষমীভবনের উদাহরণ কোনটি?

ক. গ্রাম > গেরাম খ. বিলাতি > বিলিতি

গ. ধোবা > ধোপা ঘ. লাল > নাল

১৯. কোনটি বিষমীভবনের উদাহরণ?

ক. শরীর খ. গেরাম

গ. কপাট ঘ. জম্ম

২০. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?

ক. আদি স্বরসংগতি

খ. পরাগত স্বরসংগতি

গ. প্রগত স্বরসংগতি

ঘ. মধ্য স্বরসংগতি

সঠিক উত্তর

ধ্বনি পরিবর্তন: ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)