প্রশ্ন: সঠিক উত্তরে টিক দাও।
১. ইস্টার সানডে ও বড়দিন উৎসব কারা পালন করে থাকে?
ক. চাকমারা খ. হিন্দুরা
গ. বৌদ্ধরা ঘ. খ্রিষ্টানরা
২. রাজবংশীদের বসবাস কোন জেলায়?
ক. রাজশাহীতে খ. পাবনায়
গ. জামালপুরে ঘ. কুমিল্লায়
৩. সাংগ্রাই ও বিজু কাদের উৎসব?
ক. চাকমা ও গারো খ. রাখাইন ও চাকমা
গ. গারো ও রাখাইন ঘ. মুরং ও গারো
৪. বাংলাদেশের মানুষের জনজীবন কেমন?
ক. খুব সাধারণ খ. ভারি বৈচিত্র্যময়
গ. সাধারণ ঘ. কঠিন
৫. হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
ক. লক্ষ্মীপূজা খ. বৌদ্ধপূর্ণিমা
গ. দুর্গাপূজা ঘ. রথ উৎসব
৬. দেশটা আমাদের কাছে কিসের মতো!
ক. বন্ধুর মতো খ. প্রকৃতির মতো
গ. জননীয়র মতো ঘ. স্বর্ণের মতো
৭. দেশ আমাদের কী দিয়ে বাঁচিয়ে রেখেছে?
ক. আলো খ. বাতাস ও পানি
গ. পানি ও আলো ঘ. আলো, বাতাস ও সম্পদ
৮. বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব কোনটি?
ক. দুর্গাপুজা খ. বুদ্ধপূর্ণিমা
গ. ইস্টার সানডে ঘ. লক্ষ্মীপূজা
৯. বাংলাদেশের কোনটি ভারি বৈচিত্র্যময়?
ক. প্রকৃতি খ. জীবন
গ. আবহাওয়া ঘ. প্রকৃতি ও জনজীবন
উত্তর: ১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ঘ
খন্দকার আতিক, িশক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা