অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৪৯)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৪১. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য—

i. ফুল বড়

ii. ফুল রঙিন

iii. মধুগ্রন্থিযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪২. পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য—

i. সহজে পানিতে ভাসে

ii. ফুলে সুগন্ধ নেই

iii. আকারে ক্ষুদ্র ও হালকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪৩. প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য—

i. ফুল মোটামুটি বড়

ii. রং আকর্ষণীয়

iii. এরা ক্ষুদ্র হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪৪. বীজের সুচালো অংশের কাছে একটি ছিদ্র আছে, তাকে কী বলে?

ক. মাইক্রোপাইল খ. টেস্টা

গ. টেগমেন ঘ. পত্র

৪৫. কোনটিতে মৃৎভেদী অঙ্কুরোদ্​গম হয়?

ক. কুমড়া খ. ছোলা

গ. ধান ঘ. কাঁঠাল

৪৬. রাইজোম—

i. এরা খাদ্য সঞ্চয় করে মোটা হয়

ii. রসাল হয়

iii. কুঁড়ি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪৭. কোনটি বায়ুপরাগী ফুল?

ক. জবা খ. কুমড়া

গ. ধান ঘ. শেওলা

৪৮. কোনটি প্রাণিপরাগী ফুল?

ক. শিমুল খ. জবা

গ. ধান ঘ. পাতা শেওলা

৪৯. কোনটি পানিপরাগী ফুল?

ক. জবা খ. শিমুল

গ. পাতা শেওলা ঘ. কুমড়া

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.ঘ ৪২.ঘ ৪৩.ক ৪৪.ক ৪৫.ক ৪৬.ক ৪৭.গ ৪৮.ক ৪৯.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা